ঝালকাঠি থেকে প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঝালকাঠি জেলা’র নানা কর্মসূচিতে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের বিএনপির কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা হয়।সকাল ১১টায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেক কাটেন ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী।পরবর্তীতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনের উদ্দেশ্যে শোভাযাত্রা বের হলে পুলিশ তাতে বাঁধা প্রদান করে।দলের তাৎক্ষণিক সিদ্ধান্তে পুলিশি বেস্টনীর মাঝে সেখানে সংক্ষেপিত ও শান্তিপূর্ণ সমাবেশে মিলিত হয় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।ঝালকাঠি থানার এসআই আব্দুল হালিম তালুকদার জানান শান্তি শৃংখলা রক্ষার্থে শোভাযাত্রাটিকে শহর প্রদক্ষিণ করতে দেওয়া হয়নি।