ঢাকা; রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যা মামলায় গ্রেপ্তার আসামি ওবায়দুল খানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসেন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। আবেদনে বলা হয়, হত্যাকা-ে আসামি ওবায়দুল খান জড়িত। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করতে এবং এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা জানতে এই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি ওবায়দুল খানকে বুধবার নীলফামারীর ডোমার উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। ওবায়দুল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মীরাটঙ্গী গ্রামের আবদুস সামাদের ছেলে। উল্লেখ্য, চলতি মাসের ২৪ তারিখ উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ওভার ব্রিজ পার হওয়ার সময় এক বখাটে অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিসাকে ছুরিকাঘাত করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮শে আগস্ট রিসা মারা যায়। এ ঘটনায় ২৫ আগস্ট রিসার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় ওবায়দুলকে একমাত্র আসামি করে মামলা করেন।