প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বেলা ১২টার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান কেরি। বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী আবদুল হাসান মাহমদু আলীর সঙ্গে বৈঠকে বসেন। অতিথি ভবনেই দুপুরের খাবার খাবেন কেরি। পরে তিনি মার্কিন দূতাবাস নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সকাল সোয়া ১০টার দিকে জন কেরিকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। হোটেলে সামান্য সময় বিশ্রামের পর কেরি ধানমন্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তিনি বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করেন। দিনের কর্মসূচি শেষে বিকালেই দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।