বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। রোববার স্থানীয় সময় সকাল সাতটায় নিউ ইয়র্কের নর্থ শোর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ এবং তাপমাত্রাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার নর্থ শোর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। কবির একমাত্র ছেলে আদনান কাদরী গণমাধ্যমকে জানিয়েছেন, তার বাবার জানাজা ও দাফনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সবার সঙ্গে পরামর্শ করে তা ঠিক করা হবে। পঞ্চাশ-উত্তর বাংলা কবিতায় আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে যে ক’জন কবি উল্লেখযোগ্য তাদের মধ্য অন্যতম শহীদ কাদরী। আধুনিক নাগরিক জীবনের সুখ-দুঃখ, প্রেম, স্বদেশচেতনার পাশাপাশি বিশ্ব-নাগরিক বোধের সম্মিলন ঘটে তার কবিতায়। ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ এবং ‘কোথাও কোন ক্রন্দন নেই’ এসব কাব্যগ্রন্থের জন্যই বাংলার জনপ্রিয় কবিদের একজন শহীদ কাদরী। ১৯৭৩ সালে বাংলা একাডেমি ও ২০১১ একুশে পদক পান তিনি। ১৯৭৮ সালের পর থেকেই বাংলাদেশের বাইরে কবি। জার্মানি, ইংল্যান্ড হয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তিনি।