বৃটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ররি স্টুয়ার্ট দু’দিনের সফরে ঢাকায় এসেছেন। রাত সোয়া ১০টার দিকে ঢাকাস্থ বৃটিশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেন বেরিয়ে যাওয়ার (বেক্সিট) সিদ্ধান্তের পর দেশটির সরকারের উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধির এটিই প্রথম বাংলাদেশ সফর। তেরেসা মে’র নেতৃত্বাধীন বৃটেনের নব গঠিত মন্ত্রীসভায় গত ১৭ই জুলাই প্রতিমন্ত্রী হিসাবে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান স্টুয়ার্ট। বাংলাদেশে তার প্রথম সফরে দুই দেশের মধ্যকার উন্নয়ন সহয়োগিতার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। ওই সফরের কূটনৈতিক সূত্রগুলো বলছে- বৃটিশ প্রতিমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দারিদ্রের বিরুদ্ধে লড়াই এবং একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি)’র মাধ্যমে বাংলাদেশ সরকার এবং দেশের উন্নয়ন অংশীদারদের সহযোগিতা দিয়ে চলেছে বৃটেন। প্রতিমন্ত্রীর সফরে সেই সহয়োগিতা আরও জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। উল্লেখ্য, গত ১লা জুলাই ঢাকার কূটনৈতিক জোনে জঙ্গী হামলার প্রেক্ষাপটে বৃটিশ প্রতিমন্ত্রীর সফরকেও গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।