ঝালকাঠিতে দুই বিচারক হত্যার মামলায় নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি আসাদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তার করা আবেদন খারিজ করে আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আসাদুল ইসলামের আইনজীবী এন কে সাহা বলেন, আপিল খারিজের বিষয়টি নিশ্চিত করেন। ২০০৫ সালের ১৪ই নভেম্বর জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন। পরে এ ঘটনায় ঝালকাঠি জেলা দায়রা জজ রেজা তারিক আহম্মেদ ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন। ২০০৬ সালের ৩১ শে আগস্ট তাদের মৃত্যুদ- বহাল রাখে উচ্চ আদালত। সে সময় আসাদুল পলাতক থাকায় আপিলের সুযোগ পাননি। একই বছরের ২৮ নভেম্বর তখনকার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের মৃত্যুদ-াদেশের বিরুদ্ধে ছয় জঙ্গির আপিল খারিজ করে দেন। পরে দেশের বিভিন্ন কারাগারে ২০০৭ সালের ২৯ মার্চ ছয় শায়খ আবদুর রহমান, বাংলাভাইসহ জঙ্গির মৃত্যুদ- কার্যকর হয়। ২০০৭ সালের ১০ জুলাই এ মামলার আরেক আসামি আসাদুল ইসলাম আরিফ ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হন। ওই বছর জুলাই মাসে হাই কোর্টে আপিল করেন তিনি। শুনানি শেষে হাই কোর্ট তার মৃত্যুদ- বহাল রাখে। পরে আপিল বিভাগেও একই সাজা বহাল থাকে। আপিল বিভাগের দেওয়া মৃত্যুদ- বহালের রায় পুনর্বিবেচনার জন্য আরিফ যে আবেদন করেছিলেন, আজ তাও খারিজ হল।

