বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকে জোর করা হবে না বলে জানালেন এউইন মরগ্যান। প্রত্যেক খেলোয়াড় ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানলেন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের। ২০১০ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসবে তারা। কিন্তু বাংলাদেশে নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড চিন্তিত। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য তারা একটি পর্যাবেক্ষক দল পাঠায়। ইতিমধ্যে তারা ঢাকা ও চট্টগ্রাম ঘুরে গেছেন। পর্যবেক্ষক দল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে প্রতিবেদন জমা দিবেন। ওই প্রতিবেদনের ওপরই নির্ভর করছে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসা, না আসা। তবে প্রতিবেদন প্রকাশ পাওয়ার আগেই বৃটিশ ‘দ্য টেলিগ্রাফ’ একটি রিপোর্ট প্রকাশ করে। তারা জানায়, পর্যবেক্ষক কমিটির প্রধান রেগ ডিকাসন ঢাকা ও চট্টগ্রামের স্টেডিয়াম ও হোটেলে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নন। তবে খেলোয়াড়দের যাতায়াতের রাস্তায় নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। তবে এ কারণে তারা বাংলাদেশ সফর বাতিল করার ব্যাপারে কোনো ইঙ্গিত দেয়নি। তবে পুরো বিষয়টি স্পষ্টভাবে জানা যাবে এই সপ্তাহের মধ্যে। তার আগে আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের নিরপাত্তার বিষয়ে ইংল্যান্ডের ক্রিকেটারদের জানাবে দেশটির ক্রিকেট বোর্ড। এরপর তাদের কাছে বাংলাদেশে সফরের ব্যাপারে মতামত চাওয়া হবে। তবে তার আগে এ বিষয়ে ‘বিবিসি রেডিও-৫’কে এক সাক্ষাৎকার দিলেন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগ্যান। তিনি বলেন, ‘আমি মনে করি না, নির্দিষ্ট কোনো সফরের জন্য কোনো খেলোয়াড়কে জোর করা হবে। আমার মনে হয়, আমাদের সবার একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকা গুরুত্বপূর্ণ। আর যাদেরকে আমরা বিশ্বাস করি তাদের কাছ থেকে সঠিক তথ্য পাওয়ার পর সেখানে যাওয়া, না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিৎ।’
নিরাপত্তার অজুহাতে গত বছর অক্টোবরে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল অংশগ্রহণ করেনি। প্রায় একই সময় দক্ষিণ আফ্রিকা নারী দলের সফর স্থগিত করা হয়। আর এবার জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হওয়ার পর বাংলাদেশে ইংল্যান্ডের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে। বাংলাদেশ সফর বাতিল করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগ্যান বলেন, ‘আমি খোলা মনে কথা বলতে চাই। নির্ভরযোগ্য লোকের কাছ থেকে নির্ভরযোগ্য কোনো তথ্য না পেয়ে আপনি কোনোকিছু বাতিল করতে পারেন না।’
নিরাপত্তার অজুহাতে গত বছর অক্টোবরে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল অংশগ্রহণ করেনি। প্রায় একই সময় দক্ষিণ আফ্রিকা নারী দলের সফর স্থগিত করা হয়। আর এবার জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হওয়ার পর বাংলাদেশে ইংল্যান্ডের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে। বাংলাদেশ সফর বাতিল করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগ্যান বলেন, ‘আমি খোলা মনে কথা বলতে চাই। নির্ভরযোগ্য লোকের কাছ থেকে নির্ভরযোগ্য কোনো তথ্য না পেয়ে আপনি কোনোকিছু বাতিল করতে পারেন না।’