পুরনো হাই কোর্ট ভবন থেকে যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে চিঠি পাওয়ার বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক। স্থান স্বল্পতার জন্য এ চিঠি দেয়া হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে। ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে সুপ্রিম কোর্টের পুরনো হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলছিল।