গ্রাম বাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ২৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো সুমন মিয়া, শামীম, সাব্বির, মেহেদী হাসান, তৌফিক পাঠান, শারমিন আক্তার ও সালমা আক্তার। বৃহস্পতিবার রাত ও আজ শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. এ এম আমজাদ এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ভর্তি পরীক্ষা জালিয়াতির অভিযোগে এ পর্যন্ত ২৮ জনেরও বেশি আটক হয়েছে। এদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে ঢাবির মহসিন হলের ১০১২ নং কক্ষ থেকে সুমন মিয়া এবং আজিমপুর থেকে শামীম ও সাব্বিরকে আটক করা হয়। সকালে পরীক্ষা চলাকালে আজিমপুর গালস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে শারমিন আক্তার ও সালমা আক্তার এবং উইলস লিটল ফ্লাওয়ার কেন্দ্র থেকে মেহেদী হাসান ও তৌফিক পাঠানকে মোবাইলসহ আটক করা হয়।
রাতে আটককৃত তিনজনকে ডিবির হাতে তুলে দেয়া হয়েছে। বাকিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।