অন্তঃসত্ত্বা গৃহবধূর মতো শান্ত” ও “অস্থির শুভংকর”

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সাহিত্য ও সাংস্কৃতি
 13726573_1868826776678281_6838236132811430818_n
অন্তঃসত্ত্বা গৃহবধূর মতো শান্ত”
————খায়রুননেসা রিমি
আমি এখন অনেকটাই শান্ত।
অন্তঃসত্ত্বা গৃহবধূর মতো।
কারণে অকারণে যাইনা ছুটে ইনবক্সের ধারে।
সবুজ বাতি এখন আর হৃদকম্পনের কারণ হয়না।
রাঁধতে গিয়ে হাত পুড়িনা,শুকনা মাঠে হোঁচট খাইনা।
নিয়মের ছকে পা ফেলে চলে যান্ত্রিক জীবন।
তোমার রুক্ষ দুর্ব্যবহারও আমায় বিশুদ্ধ অক্সিজেন দেয়।
যা আমার অপরিপক্ক জীবনকে পরিপক্কতা এনে দেয়।
তোমার অবর্তমানে চোরের মতে ঘুর ঘুর করি মন দেয়ালের আশপাশে।
তোমার না থাকাটাই তোমার উপস্থিতি।
আমি এখন অনেকটাই শান্ত,
নির্জীব প্রাণীর মতো।সব চঞ্চলতার দায়মুক্ত।
“অস্থির শুভংকর”
—–খায়রুননেসা রিমি
তুমি বড্ড অস্থির শুভংকর!
তাই তোমায় নিয়েই যত টেনশন।
কখনই এক পাত্রে জল গ্রহণ করোনা।
বিভিন্ন রকমের, নানা ডিজাইনের রকমারী ও বাহারী পাত্র চাই তোমার।
শুভংকর ওটা অন্যায়, ওটা ব্যভিচার,বড় পিচ্ছিল ও অনিশ্চিত সে পথ।
অদিতি তোমার পথ চেয়ে আছে,যাওনা সেখানেই ফিরে।
প্রেম রোমান্সে ভরপুর এক স্বপ্ন বাসর তোমায় ডাকছে,
যাওনা সেখানেই ফিরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *