অবশেষে ব্রাজিলই চ্যাম্পিয়ন

Slider খেলা জাতীয় সারাবিশ্ব

file

 

ব্রাজিলই চ্যাম্পিয়ন। সমানে সমান লড়েও পারলো না জার্মানি। ভাগ্য পরীক্ষার টাইব্রেকারে হেরে গেছে তারা। আর ৫-৪ গোালের জয়ে অবশেষে অলিম্পিক ফুটবলের শিরোপা খরা ঘুচালো ব্রাজিল। শনিবার রাতে  বহু প্রতিক্ষীত ফাইনালে নেইমারের ব্রাজিল জার্মানিকে হারিয়ে পুরুষদের ফুটবল স্বর্ণ জয় করে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এটাই প্রথম অলিম্পিক ফুটবলে স্বর্ণ। অনেক সম্ভাবনা জাগিয়ে শুরু করা ব্রাজিলের মেয়েরা যেখানে পদকই জিততে পারেনি সেখানে ধুকে ধুকে শুরু করা পুরুষরা দীর্ঘ হতাশা থেকে মুক্তি দিলো জাতিকে। এই জয়ে ২০১৪ তে নিজ দেশে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে জার্মানদের কাছে ৭-১ গোলে লজ্জার হারের গ্লানি কিছুটা হলেও লাঘব হবে। অধিনায়ক নেইমারই পেনাল্টিতে ব্রাজিলের জয়সূচক গোলটি করেন। নির্ধারিত ৯০ মিনিট ও পরের ৩০ মিনিট খেলা ১-১¦এ অমীমাংসীত থাকে। নেইমার প্রথমার্ধে ২৫ গজ দূর থেকে করা ফ্রি কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে জার্মানির পক্ষে সমতা ফেরান  ম্যাক্স মেয়ার। প্রথমার্ধেই অবশ্য তিনবার জার্মানদের গোলের প্রচেষ্টা বারে লেগে ব্যর্থ হয়। আর পেনাল্টিতে জার্মানির নিল পিটারসেনের শট গোলরক্ষক ওয়েভারটন ফিরিয়ে দিলে নেইমার গোল করে ব্রাজিলিয়ানদের উল্লাসে ভাসান। প্রায় ৭৮০০০ দর্শক রিও ডে জেনিরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনাল খেলাটি উপভোগ করেন। এর আগে ব্রাজিল ১৯৮৪, ১৯৮৮ ও ২০১২ তে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। গত আসরে তারা হেরেছিল মেক্সিকোর কাছে। ব্রাজিলের গোলরক্ষক খেলা শেষে বলেন, স্বর্ণ এখন আমাদের। তবে এর মালিক ঈশ্বর। আর ঈশ্বর নেইমারকে ভালবাসেন যেমন তিনি আমাদের দলের সবাইকে ভালবাসেন। নিঃসন্দেহে এটা জীবনের সেরা অর্জন।’ মেসিভক্তরা আফসোস করতেই পারেন। পেনাল্টি শটে মেসি গোল করতে না পারায় কোপা আমেরিকার ফাইনালে মাস তিনেক আগে চিলি কাছে হেরে যায় আর্জেন্টনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *