হ্যা, তা-ই করে ছাড়লেন। অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ সোনা জিতলেন উসাইন বোল্ট। এবার নিজেকে ‘কিংবদন্তি’ বলতেই পারেন জ্যামাইকার এ গতিমানব। ২০০৮ ও ২০১২- বেইজিং ও লন্ডন অলিম্পিকে ১০০, ২০০ ও দলীয় ৪x১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। এবার রিও-অলিম্পিকে ছিলেন ট্রিপল ট্রিপল সোনা জয়ের পথে। ব্যক্তিগত ১০০ ও ২০০ মিটারে আগেই সোনা নিশ্চিত করেন তিনি। এর আজ সকাল সাড়ে সাতটায় জিতলেন দলীয় ৪x১০০ মিটার রিলের সোনা। আসাফা পাওয়েল, ইয়োহান ব্ল্যাক ও নিকেল আশমেয়াদের সঙ্গে বোল্ট এই সোনা জিততে সময় নিলেন ৩৭.২৭ সেকেন্ড। এই সোনা জিতে বোল্ট নিজেকেই ‘কিংবদন্তি’ বলে দাবি করলেন। দলীয় এ দৌড়ে জাপান রূপা ও কানাডা দল জিতেছে ব্রোঞ্জ পদক। এইসঙ্গে রিও অলিম্পিকে সোনার হ্যাটট্রিক দিয়ে ক্যারিয়ারের অলিম্পিক মিশন শেষ করলেন উসাইন বোল্ট। এ বছর ফেব্রুয়ারিতেই তিনি ঘোষণা দেন যে, ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশীপ খেলেই তিনি বিদায় নিবেন। ২০২০ সালে টোকিও অলিম্পিকে তিনি দৌড়াবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এতে স্প্রিন্টের কিংবদন্তির অলিম্পিক মিশন এখানেই শেষ হলো।