গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১ টার দিকে সফিপুর পল্লীবিদ্যুৎ এলাকায় ‘ট্রপিক্যাল নিটেক্স’ কারখানার তৃতীয় তলায় আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। এতে বিপুল পরিমাণ সুতা ও ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তর, জয়দেবপুর, মির্জাপুর, সাভারের ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। শনিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. আর্দেশ আলী গণমাধ্যমকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আজ শনিবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরো কয়েক ঘণ্টা সময় লাগবে। আগুনে কোনো হতাহতের খবর জানা যায়নি বলেও তিনি জানান।