ঢাকা: গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া জেএমবির চার নারী সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আলতাফ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, ওই চার নারী সদস্যকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডের আবেদন করেন মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ওসি মো. শাহজালাল আলম। এ আবেদনের প্রেক্ষিতে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার গভীর রাত থেকে সোমবার সকালের মদ্যে গাজীপুর ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে ওই চার নারী সদস্যকে আটক করা হয়।