বঙ্গবন্ধু’র পলাতক খুনীরা যেসব দেশে আছে তাদের ফেরানোর বিষয়ে ওইসব দেশ সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের আইজি একেএম শহিদুল হক। দুপুরে ধানমন্ডির ৩২নম্বরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি উপস্থিত সাংবাদিকদের এতথ্য জানান। তিনি বলে, পলাতক খুনীদের ফিরিয়ে আনতে যে টাস্কফোর্স গঠন করা হয়েছিল তা কাজ করছে। খুনীরা প্রত্যেকে দেশের বাইরে আছে। তারা যেসব দেশে আছে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না।
এদিকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ উপলক্ষে ভোর থেকে ধানমন্ডির ৩২নম্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশীর পরই সর্ব সাধারণকে নির্ধারিত এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। ভোরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ওই এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ঢল নামে সাধারণ মানুষের। হাজারো মানুষ শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
এদিকে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ উপলক্ষে ভোর থেকে ধানমন্ডির ৩২নম্বর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশীর পরই সর্ব সাধারণকে নির্ধারিত এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে। ভোরে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ওই এলাকা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ঢল নামে সাধারণ মানুষের। হাজারো মানুষ শোক আর শ্রদ্ধায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।