গাজীপুর দুই ডাকাতের মৃত্যু আরেকজন আশংকাজনক

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

নিহত ডাকাত

মোঃ জাকারিয়া
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : গণপিটুনির শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর সদর হাসপাতালে দুই ডাকাতের মৃত্যু হয়েছে ও এক জনকে আশংকাজনক অবস্থায় পাওয়া গেছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় গাজীপুর সদর হাসাতালে গিয়ে দেখা যায়, লাশ কাটা ঘরে দুই ডাকাতের মৃতদেহ পড়ে আছে। জরুরী বিভাগে মৃত্যু শয্যায় রয়েছেন আরেকজন। তবে হাসপাতালে কোন পুলিশ নেই।

মুমূর্ষ ডাকাত নিজের নাম মোঃ রাসেল মিয়া(৩৫) পিতার নাম ফজলুল হক বলে পরিচয় দেয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন।

হাসপাতালের রেজিস্টারে একই ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মৃত দুই ডাকাতের নাম লিপিবদ্ধ পাওয়া গেছে। এক জনের নাম সাদ্দাম হোসেন(২৪) পিতার নাম আরমান আলী। বাড়ি গাজীপুর জেলা সদরের সানার পাড় গ্রামে। অপর জনের নাম অজ্ঞাত(৩৫) মর্মে লেখা আছে। তবে হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।
নিহত-ডাকাত

গাজীপুর সদর হাসপাতাল রেজিস্টারে তিন ডাকাতের আনয়নকারী সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আঃ সালামের নাম লেখা রয়েছে।

এ ব্যাপারে জয়দেবপুর থানায় ফোন করলে ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) হুমায়ূন কবির  জানান, ডাকাত নিহতের কোন খবর জানিনা। এএসআই সালামের মোবাইল নাম্বার খুঁজে পাচ্ছি না।

ডাকাতিস্থল এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) মোবারক হোসেন  জানান, বোর্ডবাজার এলাকার মইরান গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে জনতা তিন ডাকাতকে গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তার বিকাল ৫টা পর্যন্ত পর্যায়ক্রমে দুই জনকে মৃত ঘোষণা করেন। অপর একজন আশংকাজনক বলে স্বীকার করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *