গাজীপুর ভ্রাম্যমান আদালতের অভিযান

Slider গ্রাম বাংলা জাতীয়

police
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: ঈদকে সামনে রেখে গাজীপুরের বিভিন্ন রেস্টুরেন্ট, দোকানপাট ও অফিস আদালত এলাকায়  পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচারিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত ওই অভিযান চলে।

বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক রোজিনা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

অভিযানের সময় আদালত অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার বাবুল রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা ও বিক্রমপুর রেস্টুরেন্টকে ৫’শ টাকা জরিমানা করেন।

এ ছাড়াও মূল্য তালিকা না থাকায় চাউলের দোকানের মালিক বাচ্চু সরকার ও মাংসের দোকানের মালিক জাহাঙ্গীর প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করেছেন।

একই আদালত হাড়িনাল বাজার এলাকার পেল্ট্রি ফিডের দোকান উত্তরা ফিডএন্ড ফিস’র গুদামে অভিযান চালিয়ে ৪ হাজার ৩’শ কেজি মেয়াদোত্তীর্ণ  পোল্ট্রি ফিড বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

পরে আদালতের নির্দেশে এসব মেয়াদোত্তীর্ণ ও ভেজাল মালামাল ধ্বংস করা হয়েছে। অভিযানকালে জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে গাজীপুরে প্রকাশ্যে ধূমপানের অপরাধে ১৭জনকে অর্থ জরিমানা করেছে অপর এক ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের আদালত চত্বর, জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকা ও ট্রেনে অভিযান চালায়।

এ সময় জনসমাগম এলাকায় প্রকাশ্যে ধূমপানের অপরাধে আদালত ১৭জনকে ৫০ টাকা থেকে ৩ শ’ টাকা পর্যন্ত বিভিন্ন পরিমান অর্থ জরিমানা করেছেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন জানান, ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইনে ১৭ জনকে মোট ২ হাজার ৯’শ ৯০ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *