তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী আসামীদের জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন- অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান আজ তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন।
আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রিয়লাল সাহা রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
মামলা নথি থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ঘিরে একটি ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।