২১ বছর বয়সেই অলিম্পিকে বিশ্বরেকর্ড

Slider খেলা

26277_Adam-Peaty2

বয়স মাত্র ২১ বছর। প্রথমবারের মতো অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। কিন্তু প্রথম আসরেই বাজিমাত করলেন ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটি। বিশ্ব রেকর্ড গড়ে প্রায় তিন দশক পর ব্রিটিশদের সাঁতারে স্বর্ণ এনে দিলেন তিনি। চলতি আসরে এটি ব্রিটিশদের প্রথম স্বর্ণ। রিও অলিম্পিকের দ্বিতীয় দিন ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাত্র ৫৭.১৩ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জেতেন তিনি। অলিম্পিকে এর আগে এত অল্প সময়ে কেউ স্বর্ণ জিততে পারেনি। অবশ্য ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে এর আগের বিশ্বরেকর্ডটিও ছিল এ ব্রিটিশ তরুণের। অলিম্পিকের মূল আসর শুরু হওয়ার আগে হিটে তিনি ১০০ মিটারে সময় নেন মাত্র ৫৭.৫৫ সেকেন্ড। কিন্তু মূল আসরে তারচেয়ে আরও কম সময় নিলেন। এই ইভেন্টে ২০১২-লন্ডন অলিম্পিকে স্বর্ণ জেতা ক্যামেরন ফন ডার বার্গ ৫৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর ৫৮.৮৭ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের কডি মিলার। সর্বশেষ ১৯৮৮-সিউল অলিম্পিকে ব্রিটিশদের হয়ে সাঁতারের এই ইভেন্টে স্বর্ণ জেতেন আদ্রিয়ান মুরহাউস। তার ২৮ বছর পর এই ইভেন্টে ব্রিটিশদের স্বর্ণ-খরা ঘুঁচালেন অ্যাডাম পিটি। তাও যেনতেন ভাবে নয়, বিশ্বরেকর্ড গড়ে। পিটির এমন ‘অবিশ্বাস্য’ নৈপুণ্যের ধারনা পাওয়া গিয়েছিল গত বছর। বিশ্বের প্রথম সাঁতারু হিসেবে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিনি ৫৮ সেকেন্ডের কম সময় নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *