আরও জঙ্গি হামলার ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ-পূর্ব এশিয়া। ইউরোপীয়ান ল এনফোর্সমেন্ট এজেন্সি ‘ইউরোপোল’ প্রকাশিত ‘ইউরোপীয়ান ইউনিয়ন টেররিজম সিচুয়েশন অ্যান্ড ট্রেন্ড রিপোর্ট ২১৬’তে এ কথা বলা হয়েছে। ৬০ পৃষ্ঠার দীর্ঘ ওই প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্থান ঘটছে আইএস ও আল কায়েদার শাখার। বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে এ অঞ্চলে ভবিষ্যতে আরও সন্ত্রাসী হামলা ও অপহরণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। ওই রিপোর্টে আরও বলা হয়, নাস্তিক ও ধর্মদ্রোহী হিসেবে অভিহিত করে পাকিস্তানে একজন শিক্ষাবিদকে ও তিনজন ব্লগারকে (দু’জন বাংলাদেশী ও একজন পাকিস্তানি) হত্যা করা হয়েছে। এর দায় স্বীকার করেছে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)। বাংলাদেশে গত বছর ২৮শে সেপ্টেম্বর হত্যা করা হয়েছে ইতালির একজন নাগরিককে। ৩রা অক্টোবর জাপানি এক নাগরিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হামলাকে ‘হিট অ্যান্ড রান টেররিস্ট’ হামলা হিসেবে আখ্যায়িত করা হয়। পরে এর দায় স্বীকার করেছে আইএস। এই গ্রুপটি শিয়াদের ওপর ও বাংলাদেশী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে।