স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: নবাগত পুলিশ সুপারের যোগদানের পর গাজীপুর পুলিশের আভ্যন্তরীন ব্যাপক রদবদল হয়েছে। গুনে ধরা চেইন অব-কমান্ড সচ্ছল করে অপরাধ দমনের দৃঢ প্রত্যয় নিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলছে জেলা পুলিশ।
অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মোঃ হারুনর রশিদ। তিনি গাজীপুর জেলার পার্শবর্তি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার বাসিন্দা। ফলে আঞ্চলিকভাবে পরিচিত এই জেলায় পুলিশ সুপার হয়ে আসার পর তিনি অনেকটাই পুলকিত। সাহসের সঙ্গে শুরু করেন অপরাধ দমনের কাজ।
প্রথমেই তিনি জেলা সদর জয়দেবপুর থানার প্রায় চার বছর ধরে একই পদে কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম কারুজ্জামান কে পুলিশ লাইনে ক্লোজড করেন। এই পদে যোগদান করেন রেজাউল হাসান। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে সরাসরি জয়দেবপুর থানায় যোগদান করেন। পরিবর্তন হয় একই থানার সেকেন্ড অফিসার। এই পদ থেকে চলে যান মাহফুজুর রহমান। যোগদান করেন মাহমুদুল হাসান। তিনিও ঢাকা থেকে এসেছেন।
নতুন এসপির আগমনের হাওয়ায় পরিবর্তন এসে যায় বেশ কিছু গুরুত্বপূর্ন পদে। জয়দেবপুর থানাধীন কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) জাকির হোসেনকে চক্রবর্তি ফাঁড়িতে, কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আজহারুল ইসলামকে কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে, জয়দেবপুর থানার এসএই রফিকুল ইসলামকে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ভোগড়া ফাঁড়ির ইনচার্জ ইকরামোজ্জামানকে পূবাইল পুলিশ ফাঁড়িতে ও পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেনকে ভোগড়া পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।
পুলিশের গোপন সূত্র বলছে, পুলিশ ফাঁড়ির ইনচার্জ পদে বদলীর ক্ষেত্রে অতীতে লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ ছিলো। কিন্তু এবারের বদলীর বিষয়টি নিয়ে এখনো কোন শব্দ হয়নি।
এই অবস্থায় জীবনের প্রথম পুলিশ সুপার হিসেবে গাজীপুরের পুলিশ সুপার হারুনর রশিদ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন করতে গিয়ে গাজীপুরকে কতটুকু অপরাধ মুক্ত করতে পারেন তা সময়ই বলে দেবে।
এ প্রসঙ্গে জানতে পুলিশ সুপারকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ও বদলিকৃত কর্মকর্তাগণ নতুন কর্মস্থলে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।