ঢাকার সৌদি দূতাবাস বাংলাদেশ সরকারের অনুমতি ব্যতিরেকে তাদের নাগরিকদের কোনো ধরনের দাতব্য প্রকল্পের সঙ্গে জড়িত না হতে পরামর্শ দিয়েছে। গতকাল জেদ্দা ডেটলাইনে সৌদি গেজেট পত্রিকায় ওই খবর ছাপা হয়। এতে বলা হয়েছে বাংলাদেশ সফররত সৌদি নাগরিকদের নিরাপত্তাগত উদ্বেগের দিক বিবেচনায় ঢাকার সৌদি দূতাবাস তার নাগরিকদের এই পরামর্শ দিয়েছে। তাছাড়া, বাংলাদেশের বিদ্যমান আইন ও নিয়মনীতি সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের দাতব্য প্রকল্প চালু করাকে বৈধতা দেয় না। সেকারণে কোনো সৌদি দাতা বা প্রতিষ্ঠান যদি বাংলাদেশে কোনো সহায়তা দিতে আগ্রহী হয়, তাহলে যেন তারা আগেভাগেই সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
উল্লেখ্য, ওই একই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ই জুন থেকে ৩১শে জুলাই পর্যন্ত বিদেশ সফররত সৌদি পর্যটকদের কাছ থেকে ৭২০টি লিখিত অভিযোগ পেয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বেশির ভাগই চুরি। তবে কোন্ কোন্ দেশ থেকে এসব অভিযোগ এসেছে তার কোনো উল্লেখ করেননি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওসামা আল নুকালি।
উল্লেখ্য, ওই একই প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ই জুন থেকে ৩১শে জুলাই পর্যন্ত বিদেশ সফররত সৌদি পর্যটকদের কাছ থেকে ৭২০টি লিখিত অভিযোগ পেয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এর বেশির ভাগই চুরি। তবে কোন্ কোন্ দেশ থেকে এসব অভিযোগ এসেছে তার কোনো উল্লেখ করেননি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওসামা আল নুকালি।