গাজীপুর অফিস: গাজীপুর মহানগরের তুরুবিথিতে গাজীপুর জেলা প্রশাসনের গাড়ি চালকের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই বাসার নীচ তলার ভাড়টিয়ার জানালার গ্রিল কেটে সকলকে চেতনা নাশক ঔষুধ খাইয়ে নগদ ২ লাখ টাকা ও ২০ ভরি স্বর্নাংলকার লুট করে নিয়ে গেছে।
জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসনের গাড়ি চালক কামাল হোসেনের বহুতল ভবনের নীচ তলায় ভাড়ায় থাকতেন জনৈক জাহাঙ্গীর আলম মাষ্টার। বৃহসপতিবার ভোররাতে ডাকাত বা ডাকাত দল জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে বাসার ৬ জন সদস্যকে নেশাজাতীয় ঔষুধ খাইয়ে অচেতন কেরে ফেলে। এরপর ওই বাসা থেকে প্রায় দুই লাখ টাকা ও সাড়ে ১৯ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়। সকালে এলাকাবাসী অচেতনদের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করে ।
এলাকাবাসী জানায়, কয়েক মাসে একই কায়দায় ওই এলাকায় মোট ৩টি বাসায় লুটের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পুলিশ কোন পদক্ষেপ নেয় নি বলে তাদের অভিযোগ।