পশ্চিমবঙ্গের নাম যে কারণে বদলের উদ্যোগ …

Slider টপ নিউজ

25494_map

 

পশ্চিমবঙ্গ নাম বদলের প্রস্তাব সরকারি ভাবে গত বুধবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় পাশ হয়েছে। রাজ্যের নতুন নাম বাংলা ভাষায় হবে ‘বাংলা’ বা ‘বঙ্গ’, আর ইংরেজিতে ‘বেঙ্গল’- এটাই চাইছে রাজ্য সরকার। তবে  বাংলা নামের পক্ষেই অধিকাংশ বুদ্ধিজীবী মত প্রকাশ করেছেন। অবশ্য আগে বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব উঠেছিল। তখন বাংলাদেশ সরকার তাদের নামের সঙ্গে মিল থাকায় বিভ্রান্তির অবকাশ থাকবে বলে মৃদু আপত্তি জানিয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রকও সেই যুক্তিকে তুলে ধরে পশ্চিমবঙ্গ সরকারকে আপত্তির কথা জানিয়েছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাজ্যের নাম ইংরাজিতেও পশ্চিমবঙ্গ করার কথা ভেবেছিলেন। পরে অবশ্য মত বদল করে বাংলা বা বঙ্গ করার কথা ভেবেছেন। অবশ্য কবি শঙ্খ ঘোষ, সমরেশ মজুমদার বা শীর্ষেন্দুু মুখোপাধ্যায়ের মত ব্যক্তিরা নাম বদলের প্রস্তাবকে সাধুবাদ দিলেও ঐতিহাসিক রজতকান্ত রায়ের মত ব্যক্তিরা নাম বদলের কোনও প্রযোজন রয়েছে বলে মনে করেন না। ২০১১ সালে  ক্ষমতায় আসার পর মমতা চেয়েছিলেন পশ্চিমবঙ্গের নাম বদলাতে। কিন্তু বিষয়টা তখন ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর সম্প্রতি দিল্লিতে আন্তঃরাজ্য পরিষদের বৈঠক থেকে শেষে ফ্লোর দেয়ার কারণে বেশি বলতে না পারায় ক্ষুব্ধ হয়ে ফের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক সম্মেলনে সংসদ বিষয়ক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন, মন্ত্রিসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই বিষয়ে সর্বদলীয় বৈঠক ডেকেও আলোচনা করা হবে। নিয়ম অনুযায়ী এরপর সরকার পক্ষকে নাম পরিবর্তনের বিল পেশ করতে হবে বিধানসভায়। আগামী ২৬ -২৭ আগষ্ঠ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে নাম ঠিক করা হবে বলে জানা গেছে। বিধানসভায় পাস হলে, তা চলে যাবে সংসদে। সেখানেই চূড়ান্ত শিলমোহর পড়বে। কেননা কোনও রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন করার অধিকার রয়েছে কেন্দ্রীয় আইনসভারই। বামফ্রন্ট সরকারের আমলেই শুরু হয়েছিল রাজ্যের নাম বদলের উদ্যোগ। কিন্তু শেষ পর্যন্ত তা বেশি দূর এগোয়নি। অনেক দিন ধরে ভাবনায় থাকা এই নামবদল নিয়ে হঠাৎ বর্তমান উদ্যোগের কারণ সম্পর্কে জানা গেছে,  দিল্লি­তে সম্প্রতি হয়ে যাওয়া মুখ্যমন্ত্রীদের বৈঠকে বরাবরের মত পশ্চিমবঙ্গের ডাক পড়ে একদম শেষে। কারণ ইংরেজি বর্ণমালা অনুযায়ী রাজ্যগুলোর নামের অদ্যক্ষর অনুযায়ী লেখা হয় তালিকা। এ রাজ্যের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ শুরু ডব্লিউ অক্ষর দিয়ে। ফলে ডাক আসে একদম শেষে। এ বারও নিজের পুরো বক্তব্য বলার মতো যথেষ্ট সময় পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই কলকাতায় ফিরে এই নাম বদলের দ্রুত উদ্যোগ নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *