গ্রেফতারের আশঙ্কায় দুই দিন ধরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে সেখান থেকে আর বের হতে পারেননি তিনি।
রিজভীর সাথে সেখানে আরো রয়েছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ ও স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু ও আমিনুল ইসলাম।
আব্দুস সালাম আজাদ শনিবার সন্ধ্যায় জানিয়েছেন, কার্যালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি তাদের মধ্যে গ্রেফতারের শঙ্কা তৈরি করেছে। সেই শঙ্কার কারণেই শুক্রবার সংবাদ সম্মেলনের পর আর তারা কেউই বের হতে পারেননি।
রাজধানীর মিরপুরের পল্লবী থানায় নাশকতার অভিযোগে করা মামলায় গত সোমবার রুহুল কবির রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।