রাজধানীর নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দী স্থানান্তর আনুষ্ঠানিকভাবে আজ শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে। পুলিশ, র্যাব ও বিজিবির কঠোর প্রহরায় বন্দী স্থানান্তর চলছে। কারা অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, শুক্রবার ও শনিবার এ দুই দিনে সাড়ে ছয় হাজারেরও বেশি কয়েদি ও হাজতিকে স্থানান্তর করা হবে। নতুন কারাগারে বন্দীদের খাবারের ব্যবস্থা করার জন্য অর্ধশতাধিক বন্দীকে (বাবুর্চির কাজ করেন) অনানুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত তিন ধাপে ২৩টি প্রিজন ভ্যানে মোট ১ হাজার ৬০ জন বন্দীকে ইতোমধ্যে কেরানীগঞ্জের কারাগারে নেয়া হয়েছে। কারাগারের গোয়েন্দা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রতি ধাপে ৫-৬টি প্রিজন ভ্যানে বন্দীদের স্থানান্তর করা হচ্ছে। প্রিজন ভ্যানের বহরের আগে ও পরে পুলিশ ও এপিবিএনের গাড়ি এবং বহরের পেছনে ফায়ার সার্ভিস ও একটি অ্যাম্বুলেন্স থাকছে।