রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত নয় জনের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে। পুলিশের পক্ষ থেকে দেয়া নিহতদের ছবি দেখে স্বজনরা এমনটি জানিয়েছেন। আজ পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ওই তিন জঙ্গির মধ্যে একজন হলেন-সেজাত রউফ অর্ক ওরফে মরক্কো। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। গুলশান হামলায় নিহত জঙ্গি নিবরাসের ঘনিষ্ট ছিলেন তিনি। তার বাবার নাম তৌহিদ রউফ। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ৩০৪ নম্বর বাড়িতে তার পরিবার বসবাস করে। নিহত আরেক জন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র সাব্বির হক কনিক। তার বাবার নাম আজিজুল হক। বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সাব্বিরও ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। সাব্বিরের বাবা চট্টগ্রাম শহরে পরিবার নিয়ে থাকেন। তার নিখোঁজের বিষয়ে পরিবার থেকে কোন জিডি করা হয়নি। নিহত অপর জঙ্গি জুবায়ের হাসান (২০) নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম আব্দুল কাইয়ুম। তিনি নোয়াখালীতে একটি বিস্কুট কারখানায় ভ্যানচালক হিসেবে কাজ করেন। ছয় মাস আগে জুবায়ের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে সুধারামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।