জার্মান পুলিশ জানিয়েছে মিউনিখের তরুণ হামলাকারীর সঙ্গে আইএসের কোন যোগসূত্র নেই। বন্দুকধারীর কাছে গণহত্যা সংক্রান্ত নানা লেখা ছিল উল্লেখ করে পুলিশ মিউনিখ হামলাকে ‘গতানুগতিক উন্মত্ত হত্যাযজ্ঞ’ বলে আখ্যা দিয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে পুলিশ এসব কথা বলেছে। ইতিমধ্যে হামলাকারীর পরিচয় জানা গেছে। তার বয়স মাত্র ১৮। নাম আলি ডেভিড সোনবোলি। সে ইরানি বংশোদ্ভুত জার্মান নাগরিক। শুক্রবার মিউনিখের একটি শপিং মলে হামলা চালিয়ে সে ৯ জনকে হত্যা করে। হামলায় আহত হয় ২৭ জন। মিউনিখের পুলিশ প্রধান হুবের্টাস আন্দ্রে সাংবাদিকদের বলেন, হামলাকারীর বাড়ি তল্লাশি চালানো হয়েছে। তাদের তল্লাশি অভিযানে আইএসের সঙ্গে কোন প্রকাশ যোগসূত্রের ইঙ্গিত মেলেনি। তল্লাশি অভিযানে পুলিশ গণহত্যা সংক্রান্ত নানা লেখা উদ্ধার করে। হুবের্টাস বলেন, স্পষ্টত সে এ বিষয় নিয়ে আচ্ছন্ন ছিল।
পুলিশের তদন্তকারী রবার্ট হেউমবার্গার বলছেন, মনে হচ্ছে হামলাকারী একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিনামূল্যে খাবারের প্রস্তাব দিয়ে ওই শপিং মলে যেতে মানুষদের আকৃষ্ট করেছিল। এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়। এতে ৪ টার সময় শপিং মলে যেতে বলা হয়। তদন্তকারীরা আরও জানিয়েছেন, আলি ডেভিডের জন্ম ও বেড়ে ওঠা মিউনিখে। তার মানসিক সমস্যা ছিল এবং সে ডচিকিৎসা নিচ্ছিল।
পুলিশের তদন্তকারী রবার্ট হেউমবার্গার বলছেন, মনে হচ্ছে হামলাকারী একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে বিনামূল্যে খাবারের প্রস্তাব দিয়ে ওই শপিং মলে যেতে মানুষদের আকৃষ্ট করেছিল। এক তরুণীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়। এতে ৪ টার সময় শপিং মলে যেতে বলা হয়। তদন্তকারীরা আরও জানিয়েছেন, আলি ডেভিডের জন্ম ও বেড়ে ওঠা মিউনিখে। তার মানসিক সমস্যা ছিল এবং সে ডচিকিৎসা নিচ্ছিল।