পুলিশের সতর্কবার্তা মন্ত্রীদের ‘নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার অবকাশ কম’

Slider ফুলজান বিবির বাংলা

 

 23415_f3
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিশ্চিন্ত হওয়ার অবকাশ  খুব কম। ১লা জুলাই যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এটাকে হালকাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। এ ঘটনা থেকে আমরা বুঝতে পেরেছি, আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। হামলার আশঙ্কায় পুলিশের পক্ষ থেকে মন্ত্রীদের সতর্ক করে এসএমএস পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যখনই যে তথ্যাদি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পান না কেন, প্রয়োজন অনুসারে সেসব তথ্য বিশেষভাবে নিরাপত্তার জন্য সরকারে আসীন আছেন, তাদের তারা জানান। সেই ধারাবাহিকতায় ডিএমপি’র পুলিশ কমিশনার আমাদের জানিয়েছিলেন যে, তাদের কাছে এই সংবাদ আছে। আমরা যেন একটু সাবধান হই। আমি এখন পর্যন্ত শঙ্কা বোধ করছি না। আইন মন্ত্রী বলেন, এটা আপনারা দেখেছেন, ফ্রান্সে কী ঘটেছে, ইউএসএ-তে কী ঘটছে। সে ক্ষেত্রে আমার মনে হয়, আমাদের কিন্তু নিশ্চিত হওয়ার অবকাশ খুব কম। সেই জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি। সকলকে সাবধানতা অবলম্বন করতে আমরা অনুরোধ করছি। এসএমএসের পর মন্ত্রীরা চলাফেরা সংকুচিত করছে কি না-এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, দেখেন, সংকুচিত বলবো না। এরপরও শহীদ মিনারে র‌্যালি হয়েছে। ২০-২১ তারিখে আবার সেই র‌্যালি হবে। এগুলো করার সময় যতটুকু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ততটুকু সাবধানতা যেন অবলম্বন করা হয়। মন্ত্রীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমার মনে হয় না যে, আমাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা আছে, তা আমরা মনে করি পর্যাপ্ত আছে। সারা দেশের লোককে নিরাপত্তা দেয়ার জন্য যা করা প্রয়োজন, যে জনবল নিয়োগ করা প্রয়োজন, সেটা করা হচ্ছে।
এদিকে সম্ভাব্য জঙ্গি হামলার বিষয়ে মন্ত্রীদের পুলিশ সতর্ক করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তিনি এবং মন্ত্রিপরিষদ সদস্যরা এসএমএস পেয়েছেন। মন্ত্রীরা হামলার শিকার হতে পারেন এমন আশঙ্কা থাকায় তাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ওই বার্তায়। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও এ বিষয়ে মন্ত্রীদের সতর্ক হয়ে চলাফেরা করতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *