বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনে ইউরোপিয়ান পার্লামেন্টের গভীর উদ্বেগ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

71934_EU
গ্রাম বাংলা ডেস্ক: ইউরোপিয়ান পার্লামেন্ট (ইপি) র‌্যাব এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার এক প্রস্তাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দায়মুক্তির অবসান ঘটানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে। এছাড়া ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা (এমইপি) র‌্যাব সদস্যরা মানবাধিকার লঙ্ঘান বন্ধ করতে বলেছেন। সংস্থার ওয়েবসাইট এবং বার্তা সংস্থা ইউএনবি প্রস্তাবের খবর প্রকাশ করেছে।
এমইপিরা আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী শ্রম আইন প্রণয়নের জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
তারা রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গঠিত ডোনার ট্রাস্ট ফান্ড বাস্তবায়ন করার তাগিদ দিয়েছেন। তারা জানিয়েছেন, এখন পর্যন্ত অর্থ সহায়তা পাওয়া গেছে মাত্র ১৭ মিলিয়ন ডলার, বাকি রয়ে গেছে ২৩ মিলিয়ন ডলার।
এর আগে ইউরোপিয়ান পার্লামেন্ট এক যৌথ প্রস্তাবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘান প্রশ্নে একটি যৌথ প্রস্তাব নিয়ে বিতর্ক করেন।
এই যৌথ প্রস্তাবে সহস্ত্রাবব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
তবে বিরোধী দলের কর্মীদের গুম ও বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডসহ র‌্যাব এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে।
ইপির যৌথ প্রস্তাবে মৃত্যুদণ্ডের বিধান বাতিলের আহ্বান আবার উল্লেখ করে এবং জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড আমৃত্যু কারাদণ্ডে হ্রাস করাকে স্বাগত জানায়।
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সদস্যদের নিয়ে গঠিত সংস্থাটির প্রস্তাবে গুমের শিকার লোকদের অবিলম্বে মুক্তির আহ্বান জানানো হয় এবং এ ধরনের ঘটনা তদন্তে নিরপেক্ষ সংস্থা প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
ইউরোপিয়ান পার্লামেন্ট কার্যকর ও সম্পূর্ণ নিরপেক্ষ মানবাধিকার কমিশন গঠনেরর জন্য সরকারের প্রতি আবার আহ্বান জানিয়েছে।
এতে সংবাদপত্র এবং মিডিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি এবং সম্মান প্রদর্শনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া সব মানবাধিকার গ্রুপকে জবাবদিহিতা জোরদারকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নথিবদ্ধ করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
ইউরোপিয়ান পার্লামেন্টের যৌথ প্রস্তাবে নতুন মিডিয়ানীতি বাতিল এবং কথা ও মত প্রকাশের স্বাধীনতার সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *