রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সব ধরনের স্থাপনা ‘অতি মূল্যবান জাতীয় জনগুরুত্বপূর্ণ’ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) এক সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন এ নির্দেশ দেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র জঙ্গিরা হামলা চালায়। হামলা প্রতিরোধ করতে গিয়ে প্রথম পদক্ষেপেই নিহত হন পুলিশের দুই কর্মকর্তা এবং আহত হন অর্ধশতাধিক। জঙ্গিরা রেস্তোরাঁয় থাকা ২০ দেশি-বিদেশি নাগরিককে হত্যা করে। এ ঘটনার এক সপ্তাহের মাথায় ঈদের দিন দেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ মাঠের অদূরে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ সময় দুই পুলিশ সদস্য ও এক নারী নিহত হন। এ সময় এক জঙ্গিও নিহত হয়। এ ধরনের নাশকতামূলক ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে মেজর জেনারেল মঈন উদ্দিন পল্লী বিদ্যুৎ সমিতির সব ধরনের স্থাপনার নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে গেট স্থাপন, মেটাল ডিটেক্টর, অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণ ও এর ব্যবহারবিধি অনুশীলনসহ যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা অবলম্বনের নির্দেশ দেন।