শফিক রেহমানের জামিন বিষয়ে আদেশ ১৭ই জুলাই

Slider বাংলার আদালত

22539_sf

 

 

 

 

 

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানের হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আনা আবেদনের ওপর আদেশ দেয়ার দিন ১৭ই জুলাই। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগ আজ শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। গত ২৫ মে শফিক রেহমানের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি শেষে আবেদন খারিজ করে দেন আদালত। এ আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করা হয়। গত ১৬ই এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনের বাড়ি থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। ২০১১ সালে যুক্তরাজ্যে গিয়ে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টার ঘটনায় গত বছরের ৩ আগস্ট পল্টন থানায় দ-বিধি আইনের ১২০-বি ধারায় এ মামলা করেন ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের পরিদর্শক মো. ফজলুর রহমান। মামলার এজাহারে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *