বোলিং কোচ হিসেবে আগেই মুত্তিয়া মুরালিধরনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার সহকারি কোচ হিসেবে ডেভিড সাকেরের নাম ঘোষণা করল দলটি।
এর আগে ২০১০-১৫ সাল পর্যন্ত ইংল্যান্ড জাতীয় ক্রিটে দলের বোলিং কোচ ছিলেন সাকের। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে জন্ম নেয়া এই ক্রিকেটারের অর্ন্তভূক্তিকে স্বাগত জানিয়েছেন অজি কোচ ড্যারেল লেমান।
তিনি বলেন, ‘এই পদের জন্য আমরা বেশ অনেকদিন ধরেই যোগ্য ব্যক্তি খুঁজছিলাম। ডেভিডের অন্তর্ভূক্তিতে কোচিং স্টাফদের শক্তি আরো বেড়ে গেল। বরাবরই আমার সাথে অজি ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা বলেছে। তার মানসিক শক্তি ও দক্ষতা আমাদের জন্য বড় ধরনের সম্পদ হয়ে উঠবে।’
এর আগে লঙ্কান সাবেক গ্রেট মুত্তিয়া মুরালিধরনকে বোলিং পরামর্শক নিয়োগ দিয়েছে অজিরা। মুরালিকে দলে নেওয়া প্রসঙ্গে লেম্যান বলেন, ‘মুরালি অসাধারণ একজন ব্যক্তি। যে কোনো দলে তার মতো একজন থাকাটা সৌভাগ্যের।
অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেন, ‘মুরালির অভিজ্ঞতা অসাধারণ। তার কাছ থেকে শিখতে পারাটা দারুণ হবে।’ সূত্র: ক্রিকইনফো