ঢাকা: ইতালির দক্ষিণাঞ্চলে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (১২ জুলাই) স্থানীয় সময় সকালে দক্ষিণাঞ্চলীয় শহর বারী ও বারলেত্তার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সংকেত জটিলতায় ট্রেন দু’টি এক লাইনে চলে আসে। দ্রুতগামী হওয়ায় তা সামলানো যায়নি, ফলে ট্রেন দুইটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটে।দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী বাহিনী। ক্ষতিগ্রস্ত বগিগুলো থেকে যাত্রীদের বের করে আনার চেষ্টা করছে তারা।
ফায়ার ব্রিগেডের কমান্ডার রিকার্দো জিনগারো জানান, দুই ট্রেনের সংঘর্ষে এ পর্যন্ত ২০জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত রয়েছে অনেকে। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানোর হচ্ছে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতালির প্রধানমন্ত্রী মাতিও রেনজি বলেছেন, ‘এটা আমাদের জন্য দুঃসময়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাবে সরকার।’