সুন্দরবনের আরও ৮বনদস্যু র্যাবের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
বুধবার এই আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আসতে পারছেন না বলে তা পিছিয়ে শুক্রবার করা হয়েছে।
র্যাব-৮, বরিশাল এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বলেন, সুন্দরবনের বনদস্যু মজনু ও ইলিয়াস বাহিনীর ৮ জন সদস্য আত্মসমর্পণ করতে রাজী হয়েছে। শুক্রবার মংলা ফুয়েল জেটি ঘাটে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করবে।
তবে কোন বাহিনীর কতজন এবং কতটি অস্ত্র জমা দেবেন তা তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি তিনি।
র্যাব কর্মকর্তা ফরিদুল আলম জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার আসতে না পারায় আত্মসমর্পণ অনুষ্ঠান পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ৩১ মে বনদস্যু মাস্টার বাহিনীর ১০ জন সদস্য ৫২টি অস্ত্র ও সাড়ে ৪ হাজার রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেছিলেন। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।