পরিকল্পনাকারী ও অর্থদাতা কারা

Slider জাতীয়

 

untitled-1_223383_223397

 

 

 

 

 

গুলশানে বর্বর জঙ্গি হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের এখনও শনাক্ত করা যায়নি। এ ছাড়া জঙ্গিদের যারা উদ্বুদ্ধ করছেন তাদেরও চিহ্নিত করা সম্ভব হয়নি। উগ্রপন্থিদের প্রশিক্ষণে যারা যুক্ত ছিলেন, তাদের ব্যাপারেও অন্ধকারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জঙ্গি হামলার ঘটনায় জড়িত সন্দেহে কেউ আটক বা গ্রেফতারও হয়নি। তবে দেশে-বিদেশে আলোচিত ভয়াবহ এই জঙ্গি হামলার পরিকল্পনাকারীদের শনাক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। হলি আর্টিসান রেস্তোরাঁ থেকে জীবিত উদ্ধার ৩৩ জনের মধ্যে তিনজনকে এখনও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন তথ্য। এদিকে, বিভিন্ন সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ ছাত্র ও শিক্ষকের তালিকা চেয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। উগ্রপন্থিদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়াতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসানকে প্রধান করে গতকাল একটি কমিটি গঠন করেছে সরকার। দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

এ ছাড়া জিম্মি সংকটকালে সন্দেহভাজন গতিবিধির কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসানাত রেজা করিমের বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। নর্থ সাউথ থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, নাকি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তাও নর্থ সাউথ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে জানতে চেয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রিগেডিয়ার জিয়াউল আহসান  বলেন, উগ্রপন্থিদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে সবাই এ ব্যাপারে ভূমিকা রাখবে।

কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ভারপ্রাপ্ত ডিসি সাইফুল ইসলাম  বলেন, গুলশানের ঘটনায় পরিকল্পনাকারী, অর্থদাতা ও প্রশিক্ষণদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহত জঙ্গিরা কার কার সঙ্গে যোগাযোগ রাখত, তাও চিহ্নিত করা হবে।

দায়িত্বশীল সূত্র জানায়, গুলশান হামলায় মাঠপর্যায়ে অপারেশনে জড়িত জঙ্গিদের কয়েক মাস ধরে একত্রিত করেছিল একটি চক্র। কয়েকটি ধাপে বিভক্ত হয়ে পরিকল্পনাকারীরা তাদের অপারেশন সফল করেছিল। প্রথমে টার্গেট করা তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়া হয়। সিরিয়া ও ইরাকে মুসলমানদের ওপর হামলা করা হচ্ছে- এমন বক্তব্য রেখে তরুণদের মগজধোলাই করা হচ্ছে। গুলশানে হামলাকারী নিবরাসসহ কয়েকজন তুরস্ক গিয়েছিল বলে তথ্য আছে পুলিশের কাছে। পরে তারা আবার দেশে ফেরত আসে। ধারণা করা হচ্ছে, উগ্রপন্থিরা একে-২২ রাইফেল চালানোসহ বেশ কিছু প্রশিক্ষণ বিদেশে থাকা অবস্থায় পেয়েছে।

দায়িত্বশীল একটি সূত্র বলছে, গুলশানের একটি মসজিদের আশপাশে হামলাকারীদের কয়েকজন বিভিন্ন সময় একত্রিত হতো। সেখানে তারা নানা শলাপরামর্শ করত বলেও ধারণা গোয়েন্দাদের। চূড়ান্তভাবে হামলার নকশা সাজানোর পর জঙ্গিরা বাসা থেকে পালিয়ে গা-ঢাকা দেয়।

উগ্রপন্থিদের কর্মকাণ্ডের ওপর খোঁজ রাখেন এমন একজন গোয়েন্দা কর্মকর্তা গতকাল  জানান, গুলশানে হামলাকারীদের মধ্যে নিবরাস ইসলাম, খায়রুল ও শফিকুল সম্পর্কে তথ্য আগেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ছিল। খায়রুলের মূল সহযোগী রাইহান মিনহাজসহ তিনজনকে গত ফেব্রুয়ারিতে গ্রেফতারও করে পুলিশ। ওই সময় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়। পরে তারা জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে যায়।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, হলি আর্টিসানের শেফ জাকিরুলকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কেন তাকে জঙ্গিদের সহযোগী হিসেবে সন্দেহ করা হচ্ছে- এমন প্রশ্নে ওই সূত্রটি বলছে, ঘটনার সময় তার আচরণ ছিল কিছুটা রহস্যজনক। তা ছাড়া মাত্র এক মাস আগে সে আর্টিসান রেস্টুরেন্টে চাকরি নিয়েছিল। জাকিরুলের বাড়িও উত্তরবঙ্গে। গুলশানের ঘটনায় নিহত দুই জঙ্গি খায়রুল ওরফে খায়রুজ্জামান ও শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ওরফে বিকাশের বাড়িও উত্তরবঙ্গে। তাই জাকিরুল সন্দেহের বাইরে নয়। হলি আর্টিসানে খায়রুল ও শফিকুলই বিদেশিসহ অন্যদের গলা কেটেছে। বাকিরা জিম্মিদের গুলি করে হত্যা করেছে। এ ছাড়া জিম্মি সংকট থেকে উদ্ধার তাহমিদ ও হাসানাতও পুলিশের সন্দেহে রয়েছে। ঘটনার সময় হলি আর্টিসানের ভেতর থেকে লেকের দিকে তাকিয়ে তাহমিদ কাউকে ইঙ্গিত করে কিছু বোঝানোর চেষ্টা করে। এ ছাড়া হাসানাতের আচরণও ছিল সন্দেহজনক। রেস্টুরেন্টের ভেতরেই তিনি পোশাক পরিবর্তন করেন। তার হাতে অস্ত্রও ছিল। তবে হাসানাত ব্যাখ্যা দিয়েছেন, জঙ্গিদের ভয়ে তিনি হাতে অস্ত্র নিয়েছিলেন।

গতকাল রাতে হাসানাতের বাবা রেজাউল করিম বলেন, ছেলে কোথায় আছে জানি না। গুলশানের ঘটনার পর একবারই গোয়েন্দারা তাকে বাসায় নিয়ে এসে ল্যাপটপ নিয়ে যায়। ছেলের সন্ধান চেয়ে পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছি। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে নর্থ সাউথ থেকে তার ছেলেকে বহিষ্কার করা হয়নি বলে দাবি রেজাউলের।

একাধিক সূত্র জানায়, ১ জুলাই সকাল থেকে পরদিন বিকেল পর্যন্ত যারা গুলশান থেকে সেলফোন ও ইন্টারনেট ব্যবহার করেছেন, তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এমনকি ওই সময় গুলশানে যত ফোন এসেছিল, তার কললিস্টও পরীক্ষা করছেন গোয়েন্দারা। হলি আর্টিসান থেকে প্রাপ্ত ৩০টি মোবাইল সেটের ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। ওই রেস্তোরাঁর ভেতরের অধিকাংশ সিসিটিভির ফুটেজ অকেজো। বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্ক গমনে ট্যুরিস্ট ভিসা আপাতত বাতিল করা হয়েছে। এ ছাড়া উগ্রপন্থিদের ওপর গোয়েন্দা নজরদারি ও গুলশানের ঘটনায় তথ্য-উপাত্ত দিয়ে তদন্ত করতে এনএসআই, এসবি, ডিবি, র‌্যাব, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, পিবিআইসহ একাধিক সংস্থা ও ইউনিটের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, নিহত পাঁচ জঙ্গির ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করেছে পুলিশ। একই সঙ্গে তাদের অস্থিমজ্জা, রক্তমাখা জামাকাপড়, চুল আলামত হিসেবে জব্দ করার আবেদন করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে এই আবেদন করে মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। আদালত এই আবেদন মঞ্জুর করেন। এখনও পাঁচ জঙ্গির লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পড়ে আছে। স্বজনরা তাদের লাশ গ্রহণ করেননি। শেষ পর্যন্ত হয়তো পাঁচ জঙ্গির মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দেওয়া হবে। এ ছাড়া পরীক্ষা করে দেখা হবে, হামলার আগে জঙ্গিদের বিশেষ কোনো ওষুধ সেবন করানো হয়েছিল কি-না।

অপর একটি সূত্র জানায়, গুলশানে হামলার পর দেশে আরও হামলার হুমকি দেওয়ার ঘোষণা দেয় বিদেশে অবস্থানরত তিন বাংলাদেশি। তাদের মধ্যে একজন ডা. আরাফাত তুষার। গোয়েন্দা সূত্র বলছে, এক বছর আগে ডিবির কাছে ধরা পড়ার পর তুষারসহ কয়েকজন উগ্রপন্থির ব্যাপারে তথ্য দিয়েছিলেন কোকাকোলার তৎকালীন আইটি প্রধান আমিনুল ইসলাম বেগ। তখন গোয়েন্দারা জানতে পারেন, আমিনুল ও তার সহযোগীদের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে সিরিয়া ও ইরাকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দুই নারীসহ আরও ২২ জন। তারা হলেন_ মেহেরুন্নেছা, ময়মনসিংহের চিকিৎসক শতাব্দী, কুমিল্লার ফয়জুল, রাজশাহীর মীর ফরিদুল হক, তৌহিদ, সিফাত, আতিক সরকার, ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সিরাজুল, কামরান, মোজাদ্দিদ, ফয়সাল, রায়হান, মাওলানা ইশাদ, আবদুল্লাহ, মোতাহার ও একজন অবসরপ্রাপ্ত মেজর পদমর্যাদার কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *