নিরাপত্তা ঝুঁকি: বাংলাদেশ থেকে সরিয়ে নেয়া হলো দুটি আন্তর্জাতিক সম্মেলন

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা সারাদেশ সারাবিশ্ব

22058_apn

 

একের পর এক জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ থেকে দুটি আন্তর্জাতিক সম্মেলনের ভেন্যু সরিয়ে নেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দুটি সম্মেলনের মধ্যে ২৯শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের সম্মেলনে (অ্যাপনিক-৪২) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় ৫০০ বিদেশি নাগরিকের অংশ নেয়ার কথা ছিল। ওই সম্মেলনের স্থানীয় আয়োজক সংগঠন হিসেবে রয়েছে লোকাল  হোস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটির সভাপতি এম এ হাকিম জানিয়েছেন, সম্প্রতি অ্যাপনিক কর্তৃপক্ষ মেইল করে জানিয়েছে, তারা ঢাকায় এ সম্মেলন করতে পারছে না। আইএসপিএবি সভাপতি জানান, এই সম্মেলন শ্রীলঙ্কা বা থাইল্যান্ডে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে এই সম্মেলন হওয়ার কথা ছিল। ইন্টারনেট ও নেটওয়ার্ক বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকদের উপস্থিতিতে নতুন প্রযুক্তি উপস্থাপন ছাড়াও এখানে ওয়ার্কশপ ও বিভিন্ন ধপ্রণর গবেষণা উপস্থাপন করার কথা। ট্রেনার ও পেপার সাবমিশন মিলে বিদেশি নাগরিক ৫০০ জনের মতো আসার কথা ছিল। স্থানীয় অংশগ্রহণকারী ৫০০ জন ধরা হয়েছিল। সব মিলে আমরা একহাজার অংশগ্রহণকারীর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সম্মেলন অনুষ্ঠানের জন্য হেটেল আমারি এবং লা-মেরিডিয়ানে এ বুকিং ও দেওয়া হয়েছিল।
এদিকে দুই সপ্তাহ পর ঢাকায় অনুষ্ঠেয় মুদ্রাপাচার বিষয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সভাও বাংলাদেশ থেকে সরিয়ে  নেয়ার সিদ্ধান্ত হয়েছে। দ্য এশিয়া প্যাসিফিক মানি লন্ডারিং গ্রুপ (এপিজিএমএল) নামে এই সংগঠন অবৈধ অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিয়ে থাকে, বাংলাদেশও যার সদস্য। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থেকে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। আগামী ২৪ থেকে ২৮শে জুলাই ঢাকায় অনুষ্ঠেয় প্রায় সাড়ে তিনশ বিদেশি প্রতিনিধির অংশগ্রহণে সংগঠনটির বার্ষিক সভার স্থান সরানোর কথা জানিয়ে সোমবার  যে বিবৃতি দেয়া হয়েছে, তাতে  কোনো কারণ দেখানো হয়নি। ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, ওই সভা সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সভার সময় ও সুনির্দিষ্ট স্থান পরে জানানো হবে। তবে বাংলাদেশ ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, ১ ও ২লা জুলাই ঢাকার অভিজাত এলাকা গুলশানের এক ক্যাফেতে জঙ্গিদের হামলায় ১৭ বিদেশি নিহত হওয়ার ঘটনা সভার স্থান পাল্টাতে বাধ্য করেছে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা  জানিয়েছেন, বৈঠকটি আপাতত স্থগিত হয়েছে। কোথায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *