জাতীয় ঈদগাসহ রাজধানী ঢাকার ৪০০টি স্থানে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম মুফতি মাওলানা মিযানুর রহমান এ জামাতে ইমামতি করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ, বিচারপতি, মন্ত্রী, সংসদ সংসদসহ দেশের বিশিষ্টজন এখানে নামাজ আদায় করবেন।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের অধীনে ৪ শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতায় ৫৭টি ওয়ার্ডের প্রতিটিতে ৪টি করে মোট ২২৮টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতায় ৩৬টি ওয়ার্ডে ৫টি করে মোট ১৮০টি ঈদ জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের প্রধান প্রধান বিভাগীয় ও জেলা শহরের ঈদ জামাত অনুষ্ঠানে ঈদগা ময়দানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দানে সকাল ১০টায়। ১৮৯তম এই জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদউদ্দীন মাসউদ।
সকাল সাড়ে ৭টায় পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেব ময়দান সাহেব বাড়ি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মেরাদিয়া ভূঁইয়াপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদ, বনশ্রী-মেরাদিয়া আবে জমজম মসজিদ, আবুজর গিফারী কলেজ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দারুসসালামে মারকাজে ইশা’আতে ইসলাম মসজিদ কমপ্লেক্সে, পুরান ঢাকার লক্ষ্মীবাজারের নহৃরানী জামে মসজিদে সকাল ৮টা ৩০ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সির মালিক সমিতির উদ্যোগে সকাল ৯টায় পুরান ঢাকার আরমানিটোলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়। বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান ফটকসংলগ্ন মাঠে সকাল ৮টায় এবং শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তেজগাঁওয়ের চ্যানেল আইসংলগ্ন জামে মসজিদে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত বেলা ১১টা ৩৫ মিনিটে। মিরপুর ১১ নম্বরে অবস্থিত মসজিদ বায়তুল ফালাহ কমপ্লেক্স দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জাকের পার্টির উদ্যোগে সারাদেশে ১১৩টি ঈদের জামাত সকাল ১০টায় একযোগে অনুষ্ঠিত হবে।