সিরিয়ার সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর এর বদলে সিরিয়াতে মার্কিন সমর্থিত বিদ্রোহীদের ওপর রাশিয়ার আক্রমণ বন্ধ চান তিনি। কয়েক সপ্তাহের দরকষাকষির পর মার্কিনিদের পক্ষ থেকে রাশিয়ার কাছে এ বিষয়ক চুক্তির বার্তাও পাঠানো হয়েছে। ওবামা প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের সূত্রে এ খবর জানিয়েছে আল জাজিরা। ওবামা প্রশাসনের ওই কর্মকর্তা জানান, রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়বস্তুতে বলা হয়েছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কাজ করবে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে। উভয়ে একজোট হয়ে আল-কায়েদার সিরীয় শাখা আল-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে আক্রমণ চালাবে। ওবামার এই প্রস্তাবে আরও বলা হয়েছে, সিরিয়াতে মার্কিন সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে যাতে আক্রমণ না হয় তার জন্য রাশিয়া বাশার সরকারের ওপর চাপ প্রয়োগ করবে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের জোটবদ্ধ হওয়ার জন্য ওবামার এই প্রস্তাবের খবর এমন একটি সময় প্রকাশ পেয়েছে যখন সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত নয় মাসে সিরিয়াজুড়ে রাশিয়ার বিমান হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩১ জনে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, এর এক-তৃতীয়াংশেরও বেশি, প্রায় আড়াই হাজারই বেসামরিক নাগরিক। এর মধ্যে শিশুর সংখ্যা কমপক্ষে ৫৮৭ ও নারীর সংখ্যা কমপক্ষে ৩৬০। আর গত পাঁচ বছরে সিরিয়ায় চলমান সহিংসতায় নিহতের সংখ্যা ২ লাখ ৭০ হাজার পেরিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চলছে শান্তি আলোচনা। কিন্তু তার কোনোটাই ফলপ্রসূ হয়নি। জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন ডি মিসতুরার উদ্যোগেও একাধিকবার বৈঠক করেছে বিবদমান গোষ্ঠীগুলো। কিন্তু শেষ পর্যন্ত কোনো আপোষে আসতে পারেনি তারা। ফলে সিরিয়ার চলমান এই সহিংসতা সহসাই বন্ধ হবে না বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের।