ময়মনসিংহে বিপুল পরিমাণ নিবন্ধিত মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয় বলে কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম নিশ্চিত করেছেন।
তারা হলেন- জহিরুল ইসলাম (২০), হুমায়ুন (২৫) ও রুহুল আমিন (২০)।
ওসি বলেন, গোপন সংবাদে রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, রাত ১২টার দিকে সানকিপাড়া নয়নমণি মার্কেট এলাকার সুরুজ আলী নামের একজনের বাড়ি থেকে অবৈধভাবে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা ২ হাজার ২০০ সিম, পাঁচটি অবৈধ ভিওআইপি, একটি বায়োমেট্রিক যন্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা সিমগুলো রবি, এয়ারটেল ও গ্রামীণফোন কোম্পানির।
পুলিশ আরও জানায়, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে যাওয়া ব্যক্তিদের কাছে থেকে কৌশলে আঙুলের ছাপ নিয়ে একটি চক্র ওই সব সিম নিবন্ধন করেছিল।