পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা চলবে

Slider শিক্ষা

008_221206

 

 

 

 

 

পঞ্চম শ্রেণির পরিবর্তে অষ্টম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। ফলে আগের মতো চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব তোলা হলে তা আরও পর্যালোচনা করে আনতে বলা হয়।  সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে উত্থাপন করতে বলেছে। নতুন কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আগের মতোই পঞ্চম শ্রেণির সমাপনী  ও অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষা চলবে। এ বছরও এ পরীক্ষাগুলো হবে।’

জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করে গত ১৮ মে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত ২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রচলন শুরু হয়। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় জেএসসি পরীক্ষা। আগে পঞ্চম শ্রেণিতে আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হলেও প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী চালুর পর থেকে এ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই বৃত্তি দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *