দীপিকা-আনুশকার লড়াই

Slider বিনোদন ও মিডিয়া

 

Deepika-bg20160627115245

 

 

 

 

 

 

‘বজরঙ্গি ভাইজান’ ছবির পচিরালক কবির খানের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলিউডের দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মা। দু’জনই কবিরের আগামী ছবি হাতে পেতে উন্মুখ। ফলে এ নিয়ে এখন তাদের মধ্যে চলছে প্রতিযোগিতা।

নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে যুক্ত হতে দীপিকা ও আনুশকা উভয়ে যারপরনাই চেষ্টা করছেন। দু’জনই আছেন নির্মাতাদের প্রাথমিক পছন্দের তালিকায়। তবে তুলনামূলকভাবে এগিয়ে আছেন দীপিকা।

এদিকে ‘সুলতান’ মুক্তির অপেক্ষায় রয়েছেন আনুশকা। এতে তিনি অভিনয় করেছেন সুপারস্টার সালমান খানের বিপরীতে। দু’জনকেই দেখা যাবে কুস্তিগীরের ভূমিকায়।

আর দীপিকা সম্প্রতি হলিউডের ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর কাজ শেষ করেছেন। কথিত প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে সঞ্জয়লীলা বানসালির পরিচালনায় ‘পদ্মাবতী’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে এর দৃশ্যধারণ শুরু হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *