বাংলাদেশে দরিদ্রদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা আরও জোরদার করতে এবং স্বাস্থ্য সেবার উন্নয়নে বাড়তি ১৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক।
রোববার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাড়তি এ অর্থ ‘স্বাস্থ্য খাত উন্নয়ন প্রকল্পে’ দেওয়া হবে। এতে এই প্রকল্পে বিশ্বব্যাংকের দেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়াচ্ছে ৫০ কোটি ৮৯ লাখ ডলার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৩৮ বছরে বিশ্বব্যাংকের এই ঋণ পরিশোদ করতে হবে। ঋণের সার্ভিস চার্জ দশমিক ৭৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্য খাত উন্নয়ন প্রকল্প’ এবং এর আগের প্রকল্পসমূহ সম্মিলিতভাবে ২০১০ সাল থেকে মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ কমিয়ে আনতে ভূমিকা রেখেছে।