স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ ২৪.কম
গাজীপুর অফিস : ভাওয়াল গড় রক্ষায় এবার গিয়ে এসেছ কোমলমতি শিশুরা। তাদের কন্ঠে ধ্বনিত হয়েছে ঐতিহ্যৃবাহী ভাওয়াল গড় রক্ষায় ১৩দফা দাবি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার।
রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভাওয়াল গড়ের গাজীপুর অংশে ব্যাতিক্রমধর্মী ওই কর্মসূচি পালন করে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন নামে একটি সামাজিক ও পরিবেশবাদী সংগঠন।
সংগঠন সূত্র জানায়, একাধিক গাড়ি বহর নিয়ে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন গাজীপুর জেলার প্রায় ১৫টি স্থানে পথসভা করে ১৩দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করে। গাজীপুর জেলা সদরের সালনা, হাতিয়াব, পুড়াবাড়ি, মাস্টারবাড়ি, রাজেন্দ্রপুর চৌরাস্তা, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বার বাড়ি, ফু-ওয়াং গেট, বাংলাবাজার রাজেন্দ্রপুর বাজার সহ ১৫টি স্থানে তারা ক্যাম্পেইন করেন। একই সঙ্গে চলে সদস্য সংগ্রহ অভিযান।
ক্যাম্পেই কালে সংগঠন হোতপাড়া এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন স্থানে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ইউনিট-২ ও রাজেন্দ্রপুরে ইউনিট-৩ এর কার্যালয় উদ্বোধন করেন।
ইউনিট-২ এর কার্যালয় উদ্বোধন কালে আরো বক্তব্য রাখেন ইউনিটের সহ-সভাপতি আলফাজ উদ্দিন মেম্বার ও সাংবাদিক কামরুজ্জামান, ইউনিট-৩ এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল। ইউনিট-৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী সদস্য মোঃ ইব্রাহিম।
বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত সংগঠনের নেতৃবৃন্ধ রাজেন্দ্রপুরে ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে এক মত বিনিময় সভা করেন। এসময় ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ ইকবাল সিদ্দিকীকে সংগঠনের উপেদেষ্টা হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।
এ উপলক্ষে ইকবাল সিদ্দিকী স্কুলের হল রুমে এক আলোচনা সভা হয়।
“ভাওয়াল গড় রক্ষায় শিশুরাও এগিয়ে আসতে পারে” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ শিক্ষাবিদ ইকবাল সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান ও গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি জেলা কমান্ডার আলহাজ এস এম মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের মহাসচিব সাংবাদিক এ কে এম রিপন আনসারী।
সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের যুগ্ম মহাসচিব ফেডরিক মুকুল বিশ্বাস, ঐতিহ্যৃ সংরক্ষন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য , কোষাধক্ষ সাংবাদিক জাহিদুর রহমান বকুল, ইউনিট-২ এর সাধারণ সম্পাদক কবি সাহান শাহাবুদ্দিন ও ইকবাল সিদ্দিকী স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র মুক্তাদি রেজা মুন্না প্রমূখ।