পাকিস্তানের কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা

Slider সারাবিশ্ব

19879_kakaw

 

পাকিস্তানের খ্যাতিমান কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে করাচির লিয়াকতবাদ এলাকায় দু’জন আততায়ী ৪৫ বছর বয়সী এই গায়কের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একটি গুলি সাবরির মাথায় লাগলে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু  সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের একজন মুখপাত্র ডন পত্রিকাকে বলেন, ‘দুই অজ্ঞাতনামা আরোহী আমজাদ সাবরির গাড়িতে পাঁচটি গুলি চালিয়েছে। এর মধ্যে একটি গুলি তার মাথায় লাগে। তখনই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আমরা ওই এলাকা ঘেরাও করে  রেখেছি। অপরাধীদের  গ্রেপ্তারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি।’ হত্যার ঘটনায় পুলিশ তাদের বিবৃতিতে জানিয়েছে, এ হত্যাকান্ডের পিছনে কাদের হাত রয়েছে তা এখনো পরিস্কার নয়। ধারণা করা হচ্ছে, সুফীবাদি হওয়ার কারণেই কট্টর সুন্নীপন্থিরা এ হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে। পাকিস্তানে লক্ষাধিক শান্তিপ্রিয় সুফিবাদী রয়েছে। সম্প্রতি যাদের টার্গেট করে নিয়মিত হত্যাকান্ড ঘটাচ্ছে উগ্রপন্থীরা। উল্লেখ্য, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে আমজাদ সাবরি ছিলেন অন্যতম। দেশটির সুফি গানের শীর্ষস্থানীয় শিল্পী ভাবা হতো তাকে। তিনি পাকিস্তান ও ভারতের জনপ্রিয় সুফি ব্যান্ড ‘সাবরি ব্রাদার্স’ এর প্রতিষ্ঠাতা গোলাম ফরিদ সাবরির পুত্র এবং মকবুল সাবরির ভাতিজা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোক প্রকাশ করছেন ভক্ত ও অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *