সমঝোতা-সংলাপে না আসলে রাজপথে সমাধান : খালেদা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

70480_Khaleda-Zia
গ্রাম বাংলা ডেস্ক: বর্তমান সরকারকে সমঝোতা ও সংলাপে ফিরে আসার আহবান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যতায় জনগণকে সাথে নিয়ে রাজপথে সমাধান হবে বলেও তিনি হুমকি দেন তিনি। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে প্রকৌশলীদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘উন্নয়নে গণতন্ত্র’ শীর্ষক ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এই সভার আয়োজন করে।

খালেদা জিয়া বলেন, দেশে এখন এক অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে।
মানুষের মধ্যে আজ হতাশা। সারা দেশের রাস্তাঘাট চলাচল অযোগ্য। শিল্পে উন্নয়ন মার খাচ্ছে। বিরোধী দলের রাজনৈতিক সভা-সমাবেশ নেই বললেই চলে। কথায় কথায় চলছে মামলা, হামলা, গুম ও নির্যাতন। দেশে সংখ্যালঘুসহ কোন ধর্মের মানুষের নিরাপত্তা নেই। গোমট পরিবেশ বাংলাদেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

খালেদা বলেন, এই অস্বাভাবিক অবস্থা বেশীদিন চলতে পারেনা। চলতে থাকলে দেশের ভবিষ্যত আরো অন্ধকারে চলে যাবে। তাই আলোচনার মাধ্যমে এর সমাধানে সরকারকে তিনি আহবান জানান। তবে আলোচনা না করে সব পথ বন্ধ করে দিলে রাজপথ ছাড়া জনগনের আর কোন পথ থাকবেনা বলে তিনি হুশিয়ারি উচ্চারন করেন।

খালেদা বলেন, এই সরকার গণতান্ত্রিক নয়। জনগনের জন্য তাদের কোন দায়িত্ব নেই। দেশ ও জনগনের উন্নয়ন করতে পারে না। তারা মানুষের উপর অত্যাচার করে। জনগনের সম্পদ কেড়ে নেয়। খালেদা বলেন, দেশে স্বাভাবিক অবস্থা না হলে উগ্রপন্থি ও চরমপন্থি শক্তির উত্থান বাড়তে পারে। এ অবস্থা বেশীদিন চলতে থাকলে কেবল বাংলাদেশ নয় এ অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। বাংলাদেশের ভবিষ্যত আরো অন্ধকারে ছেয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *