রাজধানীর খিলগাঁওয়ে বন্দুকযুদ্ধে নিহত যুবক বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার মূল সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ রোববার সকালে বলেন, নিহত যুবকের নাম শরিফ। সর্বশেষ যে ৬ জঙ্গিকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল শরিফ তাদের একজন। অভিজিৎ হত্যার মামলার মূল সন্দেহভাজন আসামিও সে। এছাড়াও অন্য লেখক ও ব্লগার হত্যার সঙ্গে শরিফের সংশ্লিষ্টতা রয়েছে।
মাশুরুকুর জানান, প্রকাশক আহমেদুর রশিদ টুটুলকে হত্যা চেষ্টার ঘটনায় রিমান্ডে থাকা শিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে খিলগাঁওয়ে অভিযান চালানো হয়। এ সময় তিনজন আরোহীসহ দ্রুতগতির একটি মোটরসাইকেলকে থামতে বলা হলেও সেটি না থামিয়ে গুলি করতে করতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এক যুবকের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অন্য দু’জন পালিয়ে যায়।