উত্তরায় ১০৮ রাইফেল, হাজার রাউন্ড গুলি উদ্ধার

Slider জাতীয়

 

 

 

Arm-Recover_SM20160618190217

 

 

 

 

ঢাকা: রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি খাল থেকে ১০৮টি রাইফেল ও হাজার রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুন) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা ওই খাল থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার কর্মীরা ওই নালা থেকে ১০৮ চাইনিজ রাইফেল, একহাজার রাউন্ড বুলেট, ২৫০টি ম্যাগজিন ও ১১টি বেয়োনেট উদ্ধার করেছেন।

রাত পৌনে ৮টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত বেরিবাঁধ সংলগ্ন ওই খালে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অভিযান চলছিলো। পুরো এলাকা ৠাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। সাধারণ মানুষ ও কোনো গণমাধ্যম কর্মীকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের বিধান ত্রিপুরা, তুরাগ থানার ওসি খুদরাত এ খোদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *