ঢাকা : থাইল্যান্ডের রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আমরা পারস্পরিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেই।’
তিনি বলেন, ‘থাইল্যান্ডের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে এলএনজি, এলপিজি ইত্যাদি জ্বালানি খাতে যৌথ বিনিয়োগে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। বাংলাদেশে বিনিয়োগ করলে দ্রূত লাভ পাওয়া যায় এবং ট্যাক্স হলিডেসহ নানাবিধ সুবিধা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিযুক্ত থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপনংসের সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশ ও থাইল্যান্ডের পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে থাইল্যান্ড বাংলাদেশের সাথে একযোগে কাজ করার আগ্রহ রয়েছে।
এছাড়াও গভীর সমুদ্র বন্দর, প্রোডাকশন শিয়ারিং কন্ট্রাক্ট এলপিজি, এলএনজি, বেসরকারি বিনিয়োগ ট্যুরিজম, হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, নবায়নযোগ্য জ্বালানি ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করেন তারা।
এ সময় অন্যদের মাঝে থাই দূতাবাসের কাউন্সিলর ওরানাস ওয়াথায়ন উপস্থিত ছিলেন।