দেশে প্রতি বছর যে পরিমাণ প্রবাসীদের পাঠানো টাকা বা রেমিট্যান্স আসছে তার ২২ শতাংশ অবৈধ পথে প্রবেশ করে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত এক জরিপে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রবাস আয়ের বিনিয়োগ সম্পর্কিত জরিপ রিপোর্ট-২০১৬ এ তথ্য প্রকাশ করা হয়।
বিবিএসের যুগ্ম পরিচালক দিলদার হোসেনের পরিচালিত এ জরিপে উঠে এসেছে, হুন্ডি, পরিচিতজন ও আত্মীয়স্বজনের মাধ্যমে ২২ শতাংশ আর ব্যাংক, অনলাইনে টাকা স্থানান্তরের বিভিন্ন মাধ্যম ও মোবাইল ব্যাংকি মাধ্যম বিকাশের মাধ্যমে ৭৮ শতাংশ প্রবাসী আয় আসে।
এতে আরো জানানো হয়, প্রবাসী পাঠানো এই টাকার বড় একটা অংশ বিনিয়োগে আর বিদেশে যাওয়ার জন্য যে ঋণ নেয়া হয়েছে তাতে ব্যয় হচ্ছে।
রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান।